Home » মেহেরপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মেহেরপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

কর্তৃক ajkermeherpur
277 ভিউজ

নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা উজলপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১আগস্ট-২২ইং) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে সুন্নত আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। সুন্নত আলী উজলপুর গ্রামের বকুল মন্ডলের ছেলে।

জানা গেছে, সোমবার সকালের দিকে সুন্নত আলী কৃষি কাজের উদ্দেশ্যে মাঠে যাই। এ সময় প্রচন্ড আকারে বৃষ্টি শুরু হলে তিনি মাঠে একটি কদম গাছের নিচে অবস্থান করেন। এই সময় বিকট শব্দে বজ্রপাতের আঘাতে সুন্নত আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে মাঠে থাকা লোকজন উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে।
উল্লেখ্য যে, কিছু আগে কৃষক সুন্নত আলী এই জমিতেই স্ট্রোক করে পরে মাঠে অবস্থানরত লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার কিছু দিন পরেই বজ্রপাতের আঘাতে সুন্নত আলীর মৃত্যু হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন