Home » মেহেরপুরে বিএনপি’র আহবায়ক কমিটির পুর্ণবিবেচনার দাবিতে গণ মিছিল 

মেহেরপুরে বিএনপি’র আহবায়ক কমিটির পুর্ণবিবেচনার দাবিতে গণ মিছিল 

কর্তৃক xVS2UqarHx07
43 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

মেহেরপুরে বিএনপি’র আহবায়ক কমিটির পুর্ণবিবেচনার দাবিতে গণ মিছিল ।

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পুর্ণবিবেচনার দাবিতে গণ মিছিল করেছে সদর উপজেলা বিএনপি। আজ রবিবার বেলা বারোটার দিকে মেহেরপুর কাঁথুলি বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুর্ণবিবেচনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহ সংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্ট, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান, শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজিব খান, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এর আগে কাথুলি বাস স্ট্যান্ড এলাকায় একটি পথসভা হয়। পথসভায় বক্তারা বলেন, ১৬ বছর যারা রাজপথে লড়াই সংগ্রামে ছিল না তারা আজ আহ্বায়ক কমিটি হয়েছে। এই আহবায়ক কমিটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের কমিটিতে নিয়ে আসছে। এ কমিটি আমরা মানি না, কমিটি হবে শহীদ শামসুজ্জোহা পার্কে জনগণের সামনে, জনগণের কথায় হবে শেষ কথা। কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা দেখলাম সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ভোরে তাকে দুইটি মামলায় আদালতে হাজির করানো হয়। আমাদের নেতাকর্মীদের ডান্ডা বাড়ি দিয়ে আদালতে হাজির করা হয়েছে। ডক্টর ইউনুস কে অসুস্থ শরীর নিয়ে আটতলায় হেঁটে হাজিরা দিতে হয়েছে। তাকে এত কিসের প্রোটোকল। এখনো আওয়ামী লীগের দোসরা প্রশাসনের ভেতরে ঘাপ্তি মেরে আছে। এদের তালিকা প্রস্তুত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন