-এম. সোহেল রানা; মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরে বিনা বেতনে ইংরেজি পড়ান মোঃ খালিদ মোশারফ স্যার। স্যার মোঃ খালিদ মোশারফ পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক । তিনি বর্তমানে শুভরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর ভাষা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এলাকার কিছু মেধাবি ও দরিদ্র শিক্ষার্থীদের একেবারে বিনা বেতনে ইংরেজি প্রাইভেট পড়ান ও ইংরেজিতে কথা বলা শেখার জন্য একটা কোর্স চালু করেছেন। খেলার মাধ্যমে ইংরেজি কথা শেখা।
ব্যক্তিগত উদ্যোগে মোঃ খালিদ মোশারফ নিজ বাড়ী মেহেরপুরের স্টেডিয়াম পাড়ায় বিনা বেতনে ইংরেজি পড়ান। শিক্ষার্থীরা শিখলেই যেন তিনি খুশি। তিনি কোন টাকা পয়সার আশা করেন না। সমাজের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি। বিশেষ করে স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধিতে তিনি বদ্ধপরিকর। বিগত দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তিনি বসে থাকননি। তিনি স্কুল-কলেজ বন্ধ থাকলেও দুই বছর বিনা বেতনে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি শিখিয়েছেন। স্যার মোঃখালিদ মোশারফ “আজকের মেহেরপুর” অনলাইন পোর্টালকে জানান- ”বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ও খেলার মাধ্যমে আনন্দ মুখর উপায়ে শিক্ষার্থীদের পড়ালে শিক্ষার্থীরা ভালো শেখে। আমি চাই শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিতে কথা বলার আগ্রহ ও সাহস জাগুক।
স্যার মোঃ খালিদ মোশারফ আরোও বলেন- সাধারণত শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলতে ভয় পায়। কিন্তু বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের সাহস বাড়িয়ে দিতে পারলে ও বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের কথা বলাতে পারলে শিক্ষার্থীরা খুব সহজেই ভাষা শিখতে পারে এবং তাদের শিখন স্থায়ী হবে। এছাড়াও একাডেমিক ইংরেজিতে যাতে তারা ভালো করে সেজন্য আমি নিয়মিত তাদের ইংরেজি পড়ায় এবং তারা স্কুলের পরীক্ষাতেও ভালো ফলাফল করছে।