নিজস্ব প্রতিবেদকঃ
মেহেরপুরে ভৈরব নদীতে পানি বাড়তে শুরু করেছে। এবং ভৈরব নদীতে জমে থাকা কচুরিপানাগুলো ভাঙতে শুরু করছে।
বৃহস্পতিবার (২৬/০৮/২১ইং) সকাল থেকে ধীরে ধীরে ভৈরব নদীতে পানি বাড়তে দেখা যায়। মেহেরপুর সদর উপজেলার
কালাচাঁদপুর, কামদেবপুর, ফতেপুরের জনগণ জানায়- ভারত থেকে বয়ে আসা নদীগুলো দিয়ে ভৈরব নদীতে পানি প্রবেশ করছে। বাংলাদেশের ইছাখালি গ্রামের মধ্যদিয়ে বয়ে চলা কাটাগাঙ নদী হয়ে। অপরদিকে শোলমারী ও কাথুলী হয়ে ভৈরব নদীতে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে বাংলাদেশের অনেক ফসলি জমির পানির নিচে তলিয়ে যাচ্ছে। এভাবে ভারত থেকে পানি প্রবেশ করতে থাকলে এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে যাবে এবং ফসলের অনেক ক্ষতি হবে বলে কৃষকরা আসঙ্কা করছে।