নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে মোটরসাইকেল-গরুর গাড়ি মুখোমুখি সংঘর্ষ লিখন (১৯) ও তূর্য (১৮) নামের ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুন), বেলা ১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর-গহরপুর সড়কের সোনাপুর গোরস্থানের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
আহত মোটরসাইকেল আরোহী লিখন গহরপুর গ্রামের আবদুর রশিদের ছেলে এবং তূর্য একই গ্রামের মকলেছুর রহমানের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী লিখন তার সঙ্গে বন্ধু তূর্য ও সাজুকে কে নিয়ে সোনাপুর থেকে গহরপুর যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি গরুর গাড়ির সাথে সজোরে ধাক্কা দিলে লিখন ও তূর্য দু’জনে গুরুতর আহত হন। অপর একজন গহরপুর গ্রামের ছেন্টু রহমানের ছেল সাজু অক্ষত রয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় মোটরসাইকেলটি ভেঙে খামচুর হয়ে যায় বলে জানা গেছে।