Home » মেহেরপুরে রাস্তা এইচবিবিকরণ প্রকল্পের যাচাই বাছাইকৃত দরপত্রের লটারী অনুষ্ঠিত

মেহেরপুরে রাস্তা এইচবিবিকরণ প্রকল্পের যাচাই বাছাইকৃত দরপত্রের লটারী অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
125 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে গ্রামীণ রাস্তা (এইচবিবি) নির্মাণ প্রকল্পের লটারী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্প বাস্তবায়ন কল্পে ঠিকাদারদের উপস্থিতিতে লটারী ড্র এর মাধ্যমে ১ টি প্যাকেজ প্রকল্পের প্রায় ৬১ লাখ ০৪ হাজার ২৪৬ টাকা প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে দাখিল কৃত ৫৮ লাখ টাকার বরাদ্দের ঠিকাদার বাছাই করা হয়। উপজেলার মহাম্মদপুর পশ্চিমপাড়া পাকা রাস্তা মসজিদ হতে আশ্রয়ন মুখী রাস্তা এইচবিবিকরণ প্রকল্পের লটারী অনুষ্ঠিত হয়। ১১৪ টি ঠিকাদারী প্রতিষ্ঠান সিডিউল ক্রয় করে।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর পরামর্শে ও বলিষ্ঠ ভূমিকায় স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করতে যথারীতি লটারীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের জন্য ঠিকাদার বাছাই করা হয়েছে।

লটারী কার্যক্রম পরিচালনা করার সময় উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ,গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মজিরুল হক, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম উপস্থিত ছিলেন।এসময় গাংনী ,মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া অঞ্চলের প্রায় ৭০ জন ঠিকাদার উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন