আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে র্যাবের অভিযানে ৪শ ২০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম (৩৭) নামের একজনকে আটক করা হয়েছে। এসময় ১টি মােবাইলফােন ও নগদ ৩শ ৩০ টাকা জব্দ করা হয়।
আটককৃত শরিফুল রাজনগর গ্রামের শেখপাড়ার মৃত নুর হকের ছেলে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-১২ মেহেরপুরের (গাংনীস্থ) ক্যাম্পের সদস্যরা রাজনগর গ্রামে অভিযান চালিয়ে শরিফুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এসময় তার বসতঘর সংলগ্ন একটি টিনের ঘর থেকে ৪শ’২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার গােলাম ফারুক জানান, আটককৃতের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।