মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে শহরের বড়বাজার রূপালী ব্যাংকের সামনে থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার।
মেহেরপুর সদর থানাধীন বড়বাজার মোড় রূপালী ব্যাংক এর সামনে থেকে একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়। পরবর্তীতে ৩০/১১/২৪ তারিখ মেহেরপুর সদর থানার মামলা নং-৪৮ তারিখ ৩০/১১/২৪ ইং, ধারা ৩৭৯ পেনাল কোড রুজু হলে তথ্য-প্রযুক্তির সহায়তায় এসআই মো: উজ্জল হোসেন এবং এসআই অরুন কুমার এর সার্বিক তৎপরতায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকার বেলে মাট পাড়া থেকে আসামী ১ উজ্জল মন্ডল @ রবিন (২৯), পিতা-মৃত নুরুল মন্ডল, সাং-দুধ পাতিলা থনা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা এর হেফাজত হইতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।