নিজস্ব প্রতিবেদক:
আঁখের জমিতে আঁখ কাটাকে কেন্দ্র করে মতিউর রহমান বাবু (২৬) নামের এক শারীরিক প্রতিবন্ধী কে যুবককে কুপিয়ে জখম করেছে স্বাধীন(২৩) নামের এক যুবক।
বুধবার বিকেলের দিকে মেহেরপুর শহরের মিয়া পাড়া এলাকায় মতিউর রহমান বাবুর আখের বাগানে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানাগেছে স্বাধীন নামের ওই যুবক বাবুর আঁখের বাগানে চুরি করতে এসেছিল, পরে বাবু তাকে দেখে ফেললে আখ কাটতে নিষেধ করে, এতে স্বাধীন ক্ষিপ্ত হয়ে বাবুর ডান পায়ে তার হাতে থাকা হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে স্বাধীন সেখান থেকে পালিয়ে যায়। বর্তমানে সে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্বাধীন মেহেরপুর শহরের ফৌজদারি পাড়া এলাকার শিহাব উদ্দিন এর ছেলে এবং আহত মতিউর রহমান বাবু মেহেরপুর শাহাজী পাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে। উল্লেখ্য স্বাধীনের নামে মেহেরপুর সদর থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।