নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষে বাংলার মাটিতে একটি মানুষও গৃহহীন থাকবে না’ বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল – ‘আশ্রয়ণ প্রকল্প’ এর গৃহ নির্মাণ কাজের অগ্রগতি ও শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়াম প্রকল্প-২ এর প্রস্তাবিত পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান।
মঙ্গলবার জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকা পরিদর্শন করেন।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী কানম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু সাঈদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।