নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নাজিরুল (৪৫) নামের এক আলগামন চালক আহত হয়েছেন। আহত নাজিরুল মেহেরপুর পুলিশ লাইন পাড়ার বাসিন্দা।
রবিবার (১৭ জুলাই), বিকেলের দিকে মেহেরপুর পৌর এলাকার হোসেন ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত নাজিরুল জানান, আমি পুলিশ লাইন পাড়া থেকে আলগামনযোগে পানি আনার উদ্দেশ্যে বোতলজাত পানির খালি বোতল নিয়ে মেহেরপুর শহরে যাচ্ছিলাম। পথিমধ্যে হোসেন ফিলিং স্টেশন পার হলে হঠাৎ মাথায় চক্কর দিয়ে উঠলে সড়কের পাশে সাজানো বৈদ্যুতিক খুটি মধ্যে আলগামনটি উল্টে যায়। এতে আমার হাত কাটাসহ পায়ে প্রচন্ড আঘাত প্রাপ্ত হই।
স্থানীয়রা জানান, আলগামনটি মেহেরপুর যাবার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। আমরা ছুটে এসে তাকে আহতাবস্থায় উদ্ধার করি এবং আলগামনটি উপরে তোলার চেষ্টা করি।
আহত নাজিরুলকে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।