Home » মেহেরপুরে হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়

মেহেরপুরে হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়

কর্তৃক xVS2UqarHx07
305 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মন্ত্রিসভা বৈঠকে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।মন্ত্রিসভা বৈঠকে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের আদলেই নতুন আইন করা হচ্ছে। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবে। স্বনামধন্য শিক্ষকদের মধ্য থেকে চার বছরের জন্য একজনকে উপাচার্য এবং দুজনকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হবে। এরা দুই মেয়াদের বেশি দায়িত্বে থাকতে পারবেন না।

নতুন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে এটি হবে দেশের ৫৩তম সরকারি বিশ্ববিদ্যালয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন