আজকের মেহেরপুর ডেস্ক:
হেরোইন সেবনের অভিযোগে নাজমুল ইসলাম এক যুবককে ৪ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাজমুল ইসলামকে এর সাজা দেওয়া হয়।
নাজমুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের নজর আলীর ছেলে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নাজমুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ লঙ্ঘন করায় তাকে ৪ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা আদায় করা হয় ।
এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে হেরোইন সেবন করার সময় নাজমুল কে গ্রেফতার করা হয়।