আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাকা গ্রাম থেকে ২টি ভারতীয় গরু সহ নাহিদ হাসান(৩৫) নামের এক চোরাচালানকারিকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ । আটক নাহিদ হাসান বাড়িবাকা গ্রামের আব্বাস আলীর ছেলে। আজ মঙ্গলবার সকাল ১০,টার সময় বাড়িবাকা গ্রামের স্যানপাড়া মাঠের মধ্যে থেকে ২টি ভারতীয় গরু সহ নাহিদ হাসানকে আটক করা হয়।
মেহেরপুর সদর থানা ওসি (তদন্ত ) মেজবাহ উদ্দিন জানান, রাত্রে চোরাকারবারিরা অবৈধ ভারতীয় গরু এনে নাহিদ হাসানের বাড়িতে বেচাকেনা হচ্ছে । গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাকিল, এস আই হাবিব ও এস আই অনুপ কুমারকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ২টি ভারতীয় গরু সহ নাহিদ হাসানকে আটক করি । তার নামে মামলা হয়েছে মামলা নাম্বা ৪৫/২০২২বলে জানিয়েছেন ।