Home » মেহেরপুরের ইউনিয়ন পরিষদের নির্বাচনের সুন্দর পরিবেশ যাতে বজায় থাকে সে ব্যাপারে আমরা সকলেই সচেষ্ট থাকব, জেলা প্রশাসক

মেহেরপুরের ইউনিয়ন পরিষদের নির্বাচনের সুন্দর পরিবেশ যাতে বজায় থাকে সে ব্যাপারে আমরা সকলেই সচেষ্ট থাকব, জেলা প্রশাসক

কর্তৃক xVS2UqarHx07
158 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান বলেছেন, ইউনিয়ন পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আপনারা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, কে কার চেয়ে বেশি জনপ্রিয় সেটি মূলত নির্ণয় হয়।

জেলা প্রশাসক বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের সুন্দর পরিবেশ যাতে বজায় থাকে সে ব্যাপারে আমরা সকলেই সচেষ্ট থাকব। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বলেন, আমরা চেষ্টা করব গত ১১ নভেম্বর এর চেয়েও ভালো নির্বাচন উপহার দেয়ার। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান, রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার কবীর উদ্দিন, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহজামান, আব্দুর রেজা, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা, সদস্য প্রার্থী রাজন আলী, মনজুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন