মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের বিভিন্ন বিদ্যালয়ে ৫ শিক্ষক অবসর গ্রহণ করায় তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার শ্যামপুর শহীদ সালাম বরকত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর, সাহেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মহাফিল আরা, ঝাঁঝা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন এবং কালিগাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন চাকরি থেকে অবসর গ্রহণ করায় মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আপিল উদ্দিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জয়নুল আবেদিন, আসাফ-উদ-দৌলা, জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক আনোয়ারুল হুদা, মোখলেছুর রহমান,নুরুল ইসলাম, আরেফিন, সুরাইয়া বানু প্রমূখ। পরে প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।