Home » রমজানে ফলের বাজারে সিন্ডিকেট চড়া দামে ভোক্তার ক্ষোভ।

রমজানে ফলের বাজারে সিন্ডিকেট চড়া দামে ভোক্তার ক্ষোভ।

কর্তৃক xVS2UqarHx07
12 ভিউজ

আমঝুপি অফিস:

 

মেহেরপুরের হাট বাজারগুলোতে রমজান উপলক্ষে বেড়েছে সব ধরনের ফলের দাম, দেশী বিদেশী সব ফলেই সিন্ডিকেট দৌরাত্মের কারণে দাম বৃদ্ধি বলে অভিযোগ ভোক্তাদের,

রোজার প্রথম দিন থেকেই প্রতিটি ফলে ২০-৩০ টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে,

প্রতি কেজি পেঁয়ারা ৮০-১০০ টাকা, তরমুজ ৭০-৮০ টাকা, আঙ্গুর ৪০০ টাকা, কমলা ৩৮০ টাকা এবং কলার হালি ২৫-৪০ টাকা হালি, আনারস প্রতি পিস ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারী মোকামে সব ধরনের ফলের দর বাড়ানো হয়েছে, তার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

ভোক্তাদের অভিযোগ, রোযায় যেসব ফলের চাহিদা বেশি তার দাম অনেক বাড়ানো হয়েছে, যা সাধারণ ক্রেতা ভোক্তাদের নাগালের বাইরে।

ক্রেতারা জানান, লেবুর দাম আকাশচুম্বি,রোজার আগে লেবু ছিল প্রতি হালি ১২-১৬ টাকা, এখন তার বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা হালি, অন্যদিকে পাকা কলার দামও একইভাবে বাড়ানো হচ্ছে,অপুষ্ট কলার দর কিছুটা কম থাকলেও পুষ্ট অবস্থায় পাকানো কলার দর সাধারণ ক্রেতার নাগালের বাইরে।

তবে এ বিষয়ে ভোক্তা অধিকার বাস্তবায়নকারী সংগঠন ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। একইসাথে ভোক্তাদেরকেও ধর্য্য ধরতে হবে,দাম বাড়ার পেছনে ভোক্তাদের বেশি আগ্রহও অনেকাংশে দায়ী,

মেহেরপুর জেলা প্রশাসনের বিশেষ বাজার মনিটরিং কমিটির প্রধান এবং এনডিসি সাজেদুল ইসলাম বলেন, রমজানে নিত্যপণ্যের দর সহনীয় রাখতে অভিযান অব্যহত রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন