মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জাগ্রত তরুণ সম্প্রদায় এর উদ্যোগে শহরের ঘাটপাড়া অনুষ্ঠিত শহীদ মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অগ্রগামী ক্রীড়াচক্র চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অগ্রগামী ক্রীড়াচক্র টাইব্রেকারে ২-১ গোলে বোসপাড়া একাদশকে পরাজিত করে।নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। টাইব্রেকারে অগ্রগামী ক্রীড়াচক্র ২-১ গোলে বোসপাড়া একাদশকে পরাজিত করে।খেলায় চাম্পিয়ান অগ্রগামীর গোলরক্ষ সিফাত ইকবাল সেরা গোলরক্ষক এর পুরস্কার লাভ করেন, খেলায় ম্যান অব দ্যা ম্যাচ শান্ত, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন সাকিব। খেলা শেষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, জাগ্রত তরুণ সম্প্রদায় সাধারণ সম্পাদক সোহাগ উর রহমান।