নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাঠে অনুষ্ঠিত, শোলমারী প্রিমিয়ার ফুটবল লিগে শোলমারী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় শোলমারী বিকেএসপি টাইব্রেকারে (১-১)২-০ গোলে শোলমারী স্পোটিং ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় টাইব্রেকার এর মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়।
খেলার প্রথমার্ধের শেষ মিনিটে রাকিবুল গোল গোল করে শোলমারী স্পোর্টিং ক্লাবকে এগিয়ে নেন। খেলা শেষ হওয়ার এক মিনিট পূর্বে বিকেএসপি-র মুন্না পেনাল্টি সাহায্য গোল করে খেলায় সমতা ফেরান। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। টাইব্রেকারে বিকেএসপির সম্রাট এবং ওয়ালিদ গোল করলেও স্পোর্টিং ক্লাবের লালচাঁদ, সোহেল, নাজমুল এবং মামুনের কিক বিকেএসপির গোলরক্ষক মামুন ঠেকিয়ে দেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক মামুন। ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার লাভ করেন বিজিত দলের রকিবুল।
খেলা পরিচালনা করেন কামরুজ্জামান। তাঁকে সহযোগিতা করেন সজিব ও আদমআলী।খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সাআপ সহ ম্যান ম্যান অব দ্যা ম্যাচ, সিরজ ও গোল দাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শোলমারী প্রিমিয়ার ফুটবল লীগ কমিটির সভাপতি আমানুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন ছোট, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, কোষাধক্ষ্য মোহাম্মদ উসনাই, ম্যানেজমেন্ট মশিউর রহমান বাচ্চু, আমীর ফারুক রাব্বি প্রমূখ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও গোলদাতাদের পুরস্কৃত করেন এফপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ রিপন বিশ্বাস।খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও গোলদাতাদের পুরস্কৃত করেন এফপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ রিপন বিশ্বাস।