আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসাব মোঃ আজমল হোসেন মেহেরপুর জেলায় যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে আজমল হোসেন মেহেরপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল হিসেবে যোগদান করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলম নবাগত অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আজমল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম এসময় সেখানে উপস্থিত ছিলেন। এর আগে মোঃ আজমল হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সহকারী পুলিশ সুপার থেকে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন।