নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাস বিরোধী মামলার অন্যতম আসামি মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আটক।
সন্ত্রাস বিরোধী মামলার অন্যতম আসামি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকা থেকে নুরুল আশরাফ রাজিবকে আটক করা হয়। আটক নুরুল আশরাফ রাজিব মেহেরপুর শহরের মল্লিক আশরাফুল ইসলামের পাড়ার ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা সন্ত্রাস বিরোধী মামলার অন্যতম আসামি।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে রাজীবকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।