আজকের মেহেরপুর ডেস্ক:
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুর কর্তৃক ৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার এবং প্রকৃত মালিকদেরকে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর জেলার পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মোবাইলের মালিকদের নিকট মোবাইল গুলো তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
জানা গেছে বিভিন্ন সময়ে মোবাইল হারিয়ে যাওয়ার পর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে অবহিত করলে মেহেরপুরের চৌকস টিম কর্তৃক তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৭টি মোবাইল ফোন উদ্ধার করে। ভুক্তভোগীরা তাদের ফোন ফিরে পেয়ে মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।