আজকের মেহেরপুর ডেস্ক:
সারা বাংলাদেশের অনলাইনে বীর মুক্তিযােদ্ধা সংগঠনকে সংগঠিত করবার জন্য মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তৎকালীন গাংনী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযােদ্ধা আশরাফুল আলম চেবির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কমিটির সদস্য সচিব মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযােদ্ধা রেজাউল হক, সদস্য বামন্দী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম,বীর মুক্তিযােদ্ধা শামসুল আলম হেলাল,বীর মুক্তিযােদ্ধা রবিউল হক,বীর মুক্তিযােদ্ধা ওমর আলী,বীর মুক্তিযােদ্ধা মােজাম্মেল হক প্রমূখ উপস্থিত ছিলেন।