Home » সারাদেশের ন্যায় মেহেরপুরের ৩ উপজেলায় ১৪ কেন্দ্রে এইচএসসি-সমমানের পরীক্ষা শুরু হয়েছে

সারাদেশের ন্যায় মেহেরপুরের ৩ উপজেলায় ১৪ কেন্দ্রে এইচএসসি-সমমানের পরীক্ষা শুরু হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
109 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের ন্যায় মেহেরপুরেও শুরু হচ্ছে এইচএসসি,মাদ্রাসা বোর্ডের আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষা। রবিবার পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাদেশের ন্যায় এক-অভিন্ন সময় ও নিয়ম নীতিতে সকাল ১১ টায় এ পরীক্ষা শুরু হয়। মেহেরপুর জেলার তিন উপজেলার ১৪ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। মেহেরপুরে এবার ২০২২ শিক্ষাবর্ষের এইচ এসসি ও সমমানের ১৪টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৫হাজার ৮শ ৬৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে যশোর বোর্ডের অধীনে সাধারণ ৪ হাজার ৯শ, এইচএসসি (ভোকেশনাল) ৮শ ১২ ও দাখিলের ১শ ৫৬ জন পরীক্ষার্থী রয়েছে।

নকলমুক্ত ও শান্তিপ্রিয় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষার হলে সকল ধরনের অসাধু উপায় বর্জনের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি রয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি যদি কোনো শিক্ষক অসাধু উপায় অবলম্বন করে এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানা যায় ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন