সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে মহান বিজয় ও শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান,সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি,সহ সভাপতি আলী মর্তূজা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম, আলমগীর খোকন,এখলাছুর রহমান তারা, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান,সদস্য রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জি, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান,উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন,সাধারন সম্পাদক সাইদুর রহমান প্রমূখ। সভায় বিজয় দিবস উদযাপনে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।এতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।