Home » সুনামগঞ্জের রাতের আধাঁরে এক নিরীহ ব্যক্তিকে মারপিট ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ

সুনামগঞ্জের রাতের আধাঁরে এক নিরীহ ব্যক্তিকে মারপিট ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ

কর্তৃক xVS2UqarHx07
240 ভিউজ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের কাঠইর ইউনিয়নের নারকিলা গ্রামে রাতের আধাঁরে এক নিরীহ ব্যাক্তিকে মারপিট করে ৬০হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রেঁ জানা যায় ঘটনাটি ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর রাতে নারকিলা গ্রামে । এ ঘটনায় কাঠইর ইউনিয়নের নারকিলা গ্রামের বাসিন্দা উপানন্দ দাস বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় ২ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন নারকিলা গ্রামের বাসিন্দা চানু দাস(৫৫),সে মৃত গোপেশ দাসের ছেলে, অন্যজন হলেন একই গ্রামের বাসিন্দা সবরঙ্গ দাস(৩৫),সে মৃত গজেন্দ্র দাসের ছেলে।

অভিযোগ সুত্রেঁ জানা যায় ঘটনার দিনরাতে কাঠইর বাজার থেকে বিল ব্যবসার ৬০ হাজার টাকা নিয়ে উপনন্দ দাস পায়ে হেটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাওয়া পথে অভিযুক্ত ব্যক্তিরা লাটিসোঠা নিয়ে উপনন্দ দাসের গতিরোধ করে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা চালায় এবং তার পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় হামলায় গুরুতর আহত হন উপনন্দ দাস । তার চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা প্রদান করেন । এ নিয়ে গ্রামের সালিশ ব্যক্তিরা একাধিকবার বিষয়টি নিস্পত্তি করার উদ্যোগ নিলে সময় কালক্ষেপন ছাড়া শেষ পর্যন্ত বিষয়টি সমাধান না হওয়াতে তিনি ঘটনায় ন্যায় বিচারের জন্য থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে বিবাদীদের হুমকির মধ্যে রয়েছে আহত ব্যক্তির ও তার পরিবারের লোকজন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইন-চার্জ মো: সহিদুর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন