Home » সৌদি আরবে হজ্ব করতে গিয়ে এক শারীরিক প্রতিবন্ধী পুলিশের হাতে আটক

সৌদি আরবে হজ্ব করতে গিয়ে এক শারীরিক প্রতিবন্ধী পুলিশের হাতে আটক

কর্তৃক xVS2UqarHx07
159 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

সৌদি আরবে হজ্ব করতে গিয়ে মতিয়ার রহমান ওরফে মুন্টু (৫৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী পুলিশের হাতে আটক হয়েছেন। পরে তিনি মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে ।

আটককৃত মতিয়ার রহমানের বাড়ি বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের সিন্দুরকৌটা গ্রামে। ১ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক মতিয়ার সিন্দুরকৌটা গ্রামের ঘাটপাড়ার মৃত হারুন-অর রশীদের ছেলে।

মতিয়ার রহমানকে গত ২২ জুন সৌদি আরবের মদিনা থানা পুলিশ আটক করে। মতিয়ার রহমানের স্ত্রী মমতাজ খাতুন জানান,আমার স্বামী গত ১৫ জুন হজ্ব করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে শুনলাম সৌদি আরবে পুলিশে আটক করেছে।

স্থানীয়রা জানান,মতিয়ার গত ৩০ বছর আগে একটি দুর্ঘটনায় আহত হওয়ার পর দুইটি হাতের কবজা ক্ষত হয়। ওই সময তাকে স্থানীয় লােকজন উদ্ধার করে একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল । এসময় ডাক্তার তার দুটি হাত অপরেশনের মাধ্যমে কেটে ফেলেন। সে থেকে সে বাংলাদেশের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তি ভারতে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করে আসছিলেন। সম্প্রতি তিনি হজ্বের জন্য ভিসা নিয়ে সৌদি আরবে ভিক্ষা করতে গিয়ে সে দেশের পুলিশের হাতে আটক হয়েছেন। মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ জানান,শুনেছি মতিয়ার রহমান সৌদি আরবের পুলিশের হাতে আটক হয়েছেন। তবে কি কারণে আটক হয়েছেন। তা জানা নেই।

০ মন্তব্য

You may also like

মতামত দিন