নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেছেন, স্বতঃস্ফূর্তভাবে মেহেরপুরের বিভিন্ন কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেটা দেখে খুব ভালো লাগছে। তিনি বলেন আমরা নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম যাতে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেটি আমরা করতে পেরেছি।এখানেও মানুষজন অত্যন্ত চমৎকার পরিবেশে দীর্ঘ লাইনে ভোট ভোট দিচ্ছেন। যেটি আমাদের কাম্য ছিল সেটি হয়েছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বৃহস্পতিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন কালে মেহেরপুর নিউজ এর কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি এ কথা বলেন। এ সময় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বলেন, আপনারা আশেপাশের চিত্র দেখলে বুঝতে পারবেন অত্যন্ত স্বচ্ছতা এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষ যেমন টি চাচ্ছেন। এখনকার মতো স্বচ্ছতা এটি শেষ পর্যন্ত বজায় থাকবে। এ ব্যাপারে আমরা নিশ্চয়তা দিতে পারি।
এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুজিবনগর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার সেখানে উপস্থিত ছিলেন।