আমঝুপি অফিস:
মেহেরপুরে হিজড়াদের দু’টি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় সুরভী নামের এক হিজরা আহত। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে এ হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কথিত হিজড়া সুরভি খাতুন আহত হয়েছে। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানাগেছে কথিত হিজড়া সুরভী খাতুন দীর্ঘদিন যাবৎ হিজড়া সেজে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছেলে নাচানোর কাজ করে আসছে। এতে করে মেহেরপুর হিজড়াদের মা (সরদারিনি) সিমা খাতুনদের সঙ্গে তাদের বিরুদ্ধে চলে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার মীমাংসা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সুরভী তাতে কর্ণপাত না করা মঙ্গলবার সকালের দিকে পিরোজপুর ইউনিয়নের রাজনগর গ্রামে ছেলে নাচানোর জন্য রওনা দেন।
খবর পেয়ে সীমার নেতৃত্বে মেহেরপুরের হিজড়ারা সেখানে উপস্থিত হন। শেষ পর্যন্ত কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে সুরভী আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।