নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে চলতি সপ্তাহে রাতের আঁধারে অচেনা প্রাণীর আক্রমণে ৪টি ছাগল জখম হয়েছে। হাড়িয়াদহ গ্রামের জামিরুল ইসলামের ১টি,আশরাফুল ইসলামের ১ টি,নিয়াত আলীর ১টি ও নায়েব আলীর ১টি ছাগল অচেনা প্রাণীর আক্রমণে জখম হয়। অচেনা প্রাণীর আক্রমণে ৪টি ছাগলেরই গলা ফুটাে হয়।
ছাগল মালিক নায়েব আলী জানান, রাতে ছাগল ছটফটের শব্দ শুনে দৌড়ে ছাগলের কাছে পৌঁছানাের আগে বাঘ আকৃতির একটি অচেনা প্রাণী পালিয়ে যায়। এসময় আমার একটি ছাগলের গলায় কামড়ানাে দাগ ও রক্ত দেখা যায়। এছাড়াও কয়েক রাতে গ্রামের আরাে ৩ জনের ছাগলের একই অবস্থা হয়।
এদিকে শুক্রবার বিকেলে হাড়িয়াদহ গ্রামের মুখ্যচারার মাঠ থেকে ২টি বাঘডাসার বাঁচ্চা উদ্ধার করেছে স্থানীয় কৃষকরা। পরে বাঁচ্চা ২টি আনসার ও ভিডিপির রাইপুর ইউনিয়ন কমান্ডার ইমরান হােসাইনের হেফাজতে রাখে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ও গাংনী উপজেলা বন বিভাগের দু’টিদল বাঁচ্চা ২টি উদ্ধার করে। তবে একটি বাঁচ্চার মৃত্যু হওয়ায় স্থানীয়দের সহায়তায় সেটি মাটিতে পুঁতে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন রাইপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বর জসিম উদ্দীন।
স্থানীয়রা জানান,গ্রামের মাঠে বাঘডাসা বাঁচ্চা প্রসব করেছে। তাই রাতে গ্রামের মধ্যে প্রবেশ করে ছাগলের উপর আক্রমণ করে আসছিল। এদিকে বন বিভাগের প্রতিনিধিদলটি জানায়, উদ্ধারকৃত বাঁচ্চা ২টি মেছাে বাঘ বা বাঘডাসা। ২টির মধ্যে ১টি মারা গেছে